অভিনেতা বলেন, দুবাইয়ের একটি পার্টিতে আমাকে আমন্ত্রণ জানানো হয়। আমি আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছিলাম। কয়েকজন আমার সঙ্গে দেখা করে আমন্ত্রণ জানিয়েছিলেন।
‘সিতারে জমিন পর’-মুক্তির ছয়দিনে সব মিলিয়ে ছবিটির আয় এখন পর্যন্ত ৮২ কোটি ৪ লাখ রুপি। এই আয় কেবল ভারতের বক্স অফিস থেকে। বক্স অফিস বিশ্লেষকেরা মনে করছেন, আগামী দুই দিনের মধ্যেই সিনেমাটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করবে।
আগামী ২০ জুন মুক্তি পেতে পারে আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’। তবে মুক্তির আগেই সিনেমা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ছবিটি নিয়ে সার্টফিকেশন বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন প্রযোজক আমির খান।